খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১১:৫৮ এএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।
জেলেনস্কির সামাজিকমাধ্যম টেলিগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার লোগোসহ একটি পাত্র দেখা গেছে।
এ সময় তিনি ভিডিওবার্তায়, ইউক্রেনের মিত্রদের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলেনস্কি।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেন, সন্ত্রাসীদের হামলায় ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। তারা সবাই নোভা পোশতা টার্মিনালের ভেতরে থাকা কর্মচারী।
আরও পড়ুন: কৃষ্ণ সাগর নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন জেলেনস্কি
তিনি বলেন, রুশ বাহিনী খারকিভের শান্তিপূর্ণ জনগণের ওপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
আঞ্চলিক প্রসিকিউটর অফিসের মতে, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রুশ বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় দুটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।