হামাসকে সমর্থন: জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি ইসরাইলের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০২:১০ পিএম
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোয় মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন উপস্থাপিকা ও সুপার মডেল জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইসরাইল। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফিলিস্তিনকে সাপোর্ট করে পোস্ট দেওয়ায় ইসরাইলের এ হুমকি পান তিনি।
দেশটি বলেছে— কী কারণে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, সে বিষয়টি দেখেও না দেখার ভান করছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই মডেল জিজি হাদিদ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি ফিলিস্তিনিদের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেন। এর পর পরই স্টেট অব ইসরাইল নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে ওই হুমকি দেওয়া হয়। খবর এনডিটিভির।
জিজির বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি এবং ধর্মপ্রাণ মুসলিম। তাই ফিলিস্তিনিদের প্রতি আগে থেকেই টান ও মমত্ববোধ রয়েছে এই মডেলের।
এই তারকা মডেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে লেখেন, ‘ইসরাইল সরকার ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করছে, সেগুলো কোনোভাবেই ইহুদি ধর্মের সঙ্গে যায় না।’ তিনি আরও লেখেন— ‘ইসরাইল সরকারের বিরোধিতা কোনোভাবেই ইহুদিবিদ্বেষ নয় আর ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া মানে হামাসকে সমর্থন দেওয়া নয়।’
হাদিদের এমন পোস্টের প্রতিক্রিয়ায় স্টেট অব ইসরাইল পেজ থেকে জিজি হাদিদের স্টোরির স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, ‘হামাস ইসরাইলে যে গণহত্যা চালিয়েছে, তাতেও বীরত্বের কিছু নেই।’ ওই পোস্টে হামাস সন্ত্রাসী গোষ্ঠীকে আইএসআইএস হিসেবে আখ্যা দিয়ে আরও বলা হয়, ‘হামাস যা (আইএসআইএস), তার নিন্দা করাও ফিলিস্তিনবিরোধী এবং বর্বর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলকে সমর্থন দেওয়াই প্রকৃত সঠিক কাজ।’
ইসরাইলি ওই অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে উদ্দেশ্য করে আরও বলা হয়, ‘আপনার নীরবতাই আপনার অবস্থান কী, সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেয়। আমরা আপনাকে দেখে নেব।’