মানব মস্তিষ্কে প্রায় ৩ হাজার ৩শ' বিভিন্ন রকম কোষ রয়েছে। এতদিন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা না থাকলেও এবার মানুষের মস্তিষ্কের পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেছেন গবেষকরা। এ মানচিত্রে রয়েছে নানা ধরনের মস্তিষ্কের কোষের বিন্যাস ও অভ্যন্তরীণ কাজের বিবরণ।
মানচিত্র থেকে বিশদ বিবরণ পাওয়া গেলেও এটি আসলে মস্তিষ্কের মানচিত্রের প্রথম খসড়া। ভবিষ্যতে বিজ্ঞানীরা মস্তিষ্কের নতুন আবিষ্কৃত কোষগুলোর কার্যকারিতার আরও বিস্তারিত মানচিত্র তৈরি করতে চান। লাইভ সায়েন্স ও নেচার