স্ত্রীসহ কিংবদন্তি ইরানি নির্মাতা দারিউশের মরদেহ উদ্ধার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পিএম
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দারিউশ মেহেরজুই ও তার স্ত্রীকে নিজ বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি বলেন, মেহরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের গলায় ছুরির আঘাত ছিল।
তিনি আরও বলেন, মেহেরজুইয়ের মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে উপশহরের বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে মৃতদেহগুলো দেখতে পান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অজ্ঞাত হামলাকারীরা ছুরিকাঘাতে তাদের হত্যা করেছে।
ইরানের নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অগ্রনায়কদের একজন দারিউশ মেহেরজুই। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘দ্য কাউ’ এই আন্দোলনের প্রথম চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়, যাতে মাসুদ কিমিয়াই, নাসের তাকভাইও ছিলেন।
এছাড়া নির্মাতার লেইলা, হামোউন, দ্য টেন্যান্টস ও দ্য পিয়ার ট্রি চলচ্চিত্র উল্লেখযোগ্য।