Logo
Logo
×

আন্তর্জাতিক

বেসামরিক ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলকে সংযত হওয়ার আহ্বান যুক্তরাজ্যের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম

বেসামরিক ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলকে সংযত হওয়ার আহ্বান যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ছবি: দ্য গার্ডিয়ান

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি হামলায় যেন বেসামরিক নাগরিকরা নিহত না হন, এ বিষয়ে সংযত হতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি গণমাধ্যমে কথা বলার সময় এ আহ্বান জানান। 

স্কাই নিউজকে ক্লেভারলি বলেন, বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে। সংযম ও শৃঙ্খলা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর অন্যতম বৈশিষ্ট্য। আশা করি এর প্রতিফলন ঘটবে। 

তিনি আরো বলেন, অবশ্যই ইসরাইলি বাহিনীর আত্মরক্ষার অধিকার আছে। তবে আমরা বলছি, বেসামরিক নাগরিক হত্যা বন্ধের কথা। ইসরাইলি বাহিনীকে প্রমাণ করতে হবে যে, ইসরাইল বেসামরিক নাগরিকদের হত্যা করতে চায় না, কিন্তু হামাস চায়। 

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরাইলের পক্ষে বিবৃতি প্রকাশ করেন। ৩০০ শব্দের ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য কেবল এখন বা ভবিষ্যতে নয়, সবসময়ই ইসরাইলের পাশে থাকবে।

প্রসঙ্গত, টানা নয় দিন ধরে চলছে হামাস ইসরাইল সংঘাত। এ পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত হয়েছে ২ হাজার ৩২৯ ফিলিস্তিনি। এর মধ্যে ৭২৪ জন শিশু রয়েছে। আর ইসরাইলি নিহতের সংখ্যা এক হাজার ৩০০ জন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম