Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা থেকে নিরাপদ স্থানে পালানোর সময় ইসরাইলি বিমান হামলা, নিহত ৭০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৫১ এএম

গাজা থেকে নিরাপদ স্থানে পালানোর সময় ইসরাইলি বিমান হামলা, নিহত ৭০

ভাঙা গাড়িতে করেই পালিয়ে যাচ্ছেন গাজার বাসিন্দারা। ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছেন। গাজা নিয়ন্ত্রণকারী হামাস এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কর্মকর্তারা বলেছেন, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ইসরাইলের হামলার ভয়ে তারা সবাই উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় যাচ্ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরাইলি বাহিনী।

এর আগে গতকাল শুক্রবার ফিলিস্তিনের উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালানোর আল্টিমেটাম দেয় ইসরাইল। তার আগে গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান চালানার ঘোষণা দিয়েছে তেল আবিব।

তবে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলছে, এটা অবাস্তব একটি আদেশ। জাতিসংঘ আরও জানিয়েছে, ইসরাইলের আদেশের পর কয়েক হাজার লোক গাজা সিটি ছেড়েছেন।

ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলায় দেশটিতে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।

এর জবাবে ওই দিন থেকেই পালটা বিমান হামলা শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাড়ে ৬ হাজার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় সাড়ে চার লাখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম