Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের অভিযান নিয়ে যা বললেন পুতিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ এএম

ইসরাইলের অভিযান নিয়ে যা বললেন পুতিন

ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যদি গাজায় স্থল অভিযান পরিচালনা করে, তবে বেসামরিক নিহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’ পর্যায়ে পৌঁছাতে পারে। খবর এএফপি, রয়টার্স, আলজাজিরার।

শুক্রবার কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে এক আলোচনা সভায় ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং তার পরিণতিও হবে মারাত্মক। কারণ এই পরিস্থিতিতে (গাজায়) স্থল অভিযান চালানো হলে সাধারণ বেসামরিক নিহতদের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।’

এদিকে হামাসের সঙ্গে সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়া রোধ করতে ইসরাইলকে সামলাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে ইরান। শুক্রবার বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ এ আহবান জানানোর পাশাপাশি বলেছেন, তেহরান লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে গাজা ধ্বংস করার সুযোগ করে দিতে চাইছে। এ ধরনের কোনো পদক্ষেপ হবে চরম ভুল। যুক্তরাষ্ট্র যদি এ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করতে চায়, তাহলে ইসরাইলকে তাদের নিয়ন্ত্রণ করতেই হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম