Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসকে শয়তান সন্ত্রাসী আখ্যা বাইডেনের, ইসরাইলকে আরও সহায়তার প্রতিশ্রুতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১১:৩৫ এএম

হামাসকে শয়তান সন্ত্রাসী আখ্যা বাইডেনের, ইসরাইলকে আরও সহায়তার প্রতিশ্রুতি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসবাদী দল হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরাইলে গোষ্ঠীটির হামলা ‘স্পষ্ট শয়তানি কাজ’। 

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এসব কথা বলেন। খবর রয়টার্সের।

বাইডেন বলেন, ইসরাইলকে আরও সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন। বিভিন্ন ধরনের গোলাবারুদসহ আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটিকে দেওয়া হবে।

আরও পড়ুন: ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন পুতিন

হামাসের হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইলকে ‘যুদ্ধের আইন’ মেনে চলার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলে যে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি এড়াতে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হামাসের হামলার লক্ষ্যবস্তুর আশপাশে বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। 

এ সময় ইরানকে ইঙ্গিত করে বাইডেন বলেন, আমি একটাই কথা বলতে চাই— কোনো দেশ, সংগঠন কিংবা কেউ যদি এ পরিস্থিতির ফায়দা নেওয়ার চিন্তা করে, তা হলে হিতে বিপরীত হবে।

পরে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তিনি বলেন, হামাসের নৃশংসতা, রক্ত পিপাসা আমাদের আইসিসের ভয়াবহ তাণ্ডবের কথা স্মরণ করিয়ে দেয়। এটি স্পষ্ট সন্ত্রাসবাদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম