Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিগত শাস্তির মুখে পুরো ফিলিস্তিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পিএম

জাতিগত শাস্তির মুখে পুরো ফিলিস্তিন

ফিলিস্তিনের গাজা অবরোধে জাতিগত শাস্তির মুখে পুরো ফিলিস্তিন। শনিবার সকালে ফিলিস্তিনের রাজনৈতিক হামাস গোষ্ঠীর যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে মারাত্মক হামলা চালায়। 

এর দুই দিন পরই গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা দিয়েছে ইসরাইল। যার অর্থ হলো গাজা উপত্যকায় জীবনধারণের জন্য প্রয়োজনীয় জিননিসপত্র সরবরাহ করতে দেবে না ইসরাইল। ইতিমধ্যেই খাদ্য ও ঔষুধসহ সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে। বর্তমানে গাজায় বিশুদ্ধ পানির সুবিধা নেই। 

কোনো কার্যকরী বিমানবন্দর নেই। অনেকেই বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ছাড়াই দিন পার করছেন। এভাবে চলতে থাকলে পুরো জাতি মানবিক সংকটের দ্বারপ্রান্তে চলে যাবে। 

সোমবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টএক ভিডিও বিবৃতিতে বলেন, ‘আমরা গাজাকে সম্পূর্ণ অবরোধ করছি।’ 
জাতিসংঘ ইতিমধ্যে ইসরাইলি অবরোধের ফলে গাজায় বিদ্যুৎ, জল এবং জ্বালানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তকে একটি যৌথ শাস্তি হিসাবে নিন্দা করেছে। জাতিসংঘের মতে, ২০২৩ সালে গাজার বাসিন্দাদের জন্য প্রতিদিন মাত্র ১৩ ঘন্টা বিদ্যুৎ পাওয়া গেছে। 
জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘গাজা উপত্যকায় ইসরাইলের সম্পূর্ণ অবরোধ আরোপের সিধান্তে তিনি গভীরভাবে ব্যথিত যা ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ করবে।’ 

জেনেভা কনভেনশন এ যৌথ শাস্তির নীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। চতুর্থ জেনেভা কনভেনশনের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ৩৩ অনুচ্ছেদের মাধ্যমে যৌথ শাস্তিকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক কমিটি রেড ক্রসও এটিকে অবৈধ হিসেবে বিবেচনা করেছে। 

এর আগেও ইসরাইলের বিরুদ্ধে গাজায় মানবিক সঙ্কট সৃষ্টির অভিযোগ রয়েছে। ইসরাইল জনসাধারণকে যৌথভাবে শাস্তি দেওয়ার কৌশলটি প্রায়শই ফিলিস্তিনিদের ওপর আরোপ করত। হামাস গণতান্ত্রিকভাবে ক্ষমতায় নির্বাচিত হওয়ার এক বছর পর ২০০৭ সাল থেকে অবরোধের শাস্তি ভোগ করেছে ফিলিস্তিনিরা। 

সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়াও, ইসরাইল বাড়িঘর ভেঙে দিয়েছে, কারফিউ জারি করেছে, রাস্তা অবরোধ করেছে, ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, কৃষি জমি এবং জল ব্যবস্থা ধ্বংস করেছে। ১৬ বছরের অবরোধের প্রভাবে ৪৫ শতাংশেরও বেশি বেকারত্বের হার তৈরি করেছে। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল লিংক, তার ২০২০ রিপোর্টে বলেছিলেন, গাজায় ইসরাইলের সম্মিলিত শাস্তি নীতি একটি সম্পূর্ণভাবে ভেঙে পড়া অর্থনীতি ও বিধ্বস্ত অবকাঠামো তৈরি করেছে। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্দেশে গাজায় স্থল আক্রমণের আশঙ্কা বাড়ছে। হামাসের হামালার পর ছিটমহলের আবাসিক ভবন এবং অফিসকে লক্ষ্য করে ইসরাইরের পাল্টা হামলায় ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রায় ৩ হাজার আহত হয়েছে। 

ইসরাইলি আক্রমণ তীব্র হওয়ার সাথে সাথে হাজার হাজার ফিলিস্তিনিরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গাজায় ১ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রবিবার গাজার আবাসিক ভবনে বিমান হামলায় একটি পরিবারের ১৯ সদস্য নিহত হয়েছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম