ফিলিস্তিনের প্রতি রমজান কাদিরভের সমর্থন, শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম
রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে রমজান কাদিরভ। ছবি: সংগৃহীত
হামাস ও ইসরাইলের চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন চেচেন নেতা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
রাশিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডেল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘আমরা ফিলিস্তিনকে সমর্থন করি।’
ওই পোস্টে তিনি আরও বলেছেন, ‘আমরা এই যুদ্ধের বিরুদ্ধে, যা অন্যান্য সংঘাতের বিপরীতে আরও নতুন কিছুতে পরিণত হতে পারে।’
পাশাপাশি এই অঞ্চলে চেচেন শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দেন কাদিরভ, যাতে ‘শৃংখলা পুনরুদ্ধার এবং যে কোনো সমস্যা সৃষ্টিকারীদের মোকাবিলা করা যায়।
উল্লেখ্য, রমজান কাদিরভের নেতৃত্বে চেচেন বাহিনী রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তার নাম ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে।