Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবানন সীমান্তে সিনিয়র ইসরাইলি সামরিক কমান্ডার নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০২:২৩ পিএম

লেবানন সীমান্তে সিনিয়র ইসরাইলি সামরিক কমান্ডার নিহত

লেবানন সীমান্তের মাউন্ট ডোভ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইসরাইলি সামরিক বাহিনী। ছবি: বিবিসি

এবার লেবানন সীমান্তে ইসরাইলের এক সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছেন। তিনি দেশটির ৩০০তম ব্রিগেডের ডেপুটি কমান্ডার। সোমবার লেবানন থেকে সীমান্ত অতিক্রম করা যোদ্ধাদের সাথে যুদ্ধে তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডেল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদুল্লাহ (৪০) উত্তর ইসরাইলের ইয়ানুহ-জাট শহরের দ্রুজ শহরের বাসিন্দা ছিলেন।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, সোমবার বিকালে সংঘর্ষের সময় গুরুতর আহত হন আবদুল্লাহ। তার সঙ্গে আরও পাঁচজন আহত হন। পরে তার মত্যু হয়।

ইসরাইলি সেনাবাহিনী আরও বলেছে, তারা সোমবার বিকালে লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশকারী দুই যোদ্ধাকে হত্যা করেছে।

প্রসঙ্গত, গত শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে হামলা চালালে অবরুদ্ধ গাজায় বিমান হামলা শুরু করে তেল আবিব। এর জবাবে ইসরাইলকে সতর্ক করে রকেট হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ। এর পর লেবাননেও হামলা চালায় ইসরাইল। তবে লেবানন থেকে বেশ কিছু যোদ্ধা সীমান্ত অতিক্রম করে ইসরাইলে ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম