হামাসের হামলাকে ৯/১১- এর সঙ্গে তুলনা ইসরাইলি মেজরদের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম
![হামাসের হামলাকে ৯/১১- এর সঙ্গে তুলনা ইসরাইলি মেজরদের](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/09/image-726934-1696853933.jpg)
ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলাকে ৯/১১ এর সঙ্গে তুলনা করছেন ইহুদিবাদী দেশটির মিলিটারি বাহিনী দুজন সিনিয়র সদস্য।
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ধেয়ে আসা এই হামলাকে যুক্তরাষ্ট্রের সেই ৯/১১ এর স্মরণীয় হামলার সাথে তুলনা করেছেন তারা।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নির দিনার বলেন, এটা আমাদের ৯/১১। তারা আমাদের পেয়ে বসেছে।
লেফটেন্যান্ট কর্নেল জনাথান কনরিকাসও হামাসের এই হামলাকে অতীতে যুক্তরাষ্ট্রের ওপর হামলার সঙ্গে তুলনা করেছেন।
তিনি বলেন, এখানে ৯/১১ ও পার্ল হারবার যেন একসঙ্গে ঘটছে। এটা ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বাজে দিন। এর আগে কখনো একদিনে এতো ইসরাইলি কোনো ঘটনায় মারা যাননি, কোনও শত্রুর আক্রমণ তো দূরেই থাক।
এদিকে হামাসের আক্রমণ ধরতে না পারাকে বড় ব্যর্থতা বলছেন ইসরাইলের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান ড্যানি ইয়োতোম। ইসরাইলের গোটা নিরাপত্তা কৌশলে ধস নেমেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মোসাদের সাবেক এই প্রধান বলেছেন, সব কিছুতেই ভুল। শনিবার যখন গাজা থেকে হামাসের সদস্যরা হামলা চালাতে আসে, এ বিষয়ে কারও বিন্দুমাত্র ধারণা ছিল না।
টুডে প্রোগ্রামে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে ইরসাইলের প্রতিরক্ষা বিভাগ। ইসরাইলের দ্বিতীয় স্তুরের প্রতিরক্ষা এই হামলা ঠেকাতে যথেষ্ট ছিল না।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ তৃতীয় দিন সোমবারও অব্যাহত ছিল। রোববার রাতভর গাজায় ইসরাইলি বাহিনী তাণ্ডব চালিয়েছে। এখন পর্যন্ত প্রায় সোয়া লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।