Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের কঠোর সমালোচনা করলেন ইলহান ওমর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১০:০৫ পিএম

হামাসের কঠোর সমালোচনা করলেন ইলহান ওমর

হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতে হামাসের কঠোর সমালোচনা করলেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম নারী সদস্য ইলহান ওমর। 

শনিবার সংঘাত শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন ইলহান ওমর। 

এতে তিনি বলেন, ইসরাইলি শিশু, নারী, বৃদ্ধ এবং নিরস্ত্র মানুষের ওপর আজ যে ভয়াবহ হামলা হয়েছে আমি তার নিন্দা জানাই। হামাস তাদেরকে হত্যা করছে এবং বন্দি করছে। এমন নির্বোধ সহিংসতা শুধুমাত্র সংঘাতই ডেকে আনবে, যা আর হতে দেয়া যাবে না। আমাদের উচিৎ এখন যুদ্ধবিরতির আহ্বান জানানো। আমি মধ্যপ্রাচ্যে শান্তি ও ন্যায়বিচারের জন্য কথা বলা অব্যাহত রাখবো।

রোববার আলাদা পোস্টে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা ও সমর্থনের আহ্বান জানিয়েছেন ইলহান ওমর।

সোমালিয়া বংশোদ্ভূত সাবেক এই শরণার্থী মার্কিন পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ ও মুসলিম নারী। সাধারণ নির্বাচনে তিনি ৭৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আর এটি ছিল মিনিসোটার ইতিহাসে কোনো নারী প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট।

জয়লাভের পরে তিনি তার দাদার একটি কুরআন শরিফের অনুলিপিতে হাত রেখে শপথগ্রহণ করেছিলেন।

ইলহান ওমর ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের পক্ষে, প্রায়ই তাদের সমর্থনে টুইট করে থাকেন তিনি।

এদিকে ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করল ইসরাইলের মন্ত্রীসভা। এর মাধ্যমে দেশটির সরকার গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহু জানিয়েছেন, গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের ওপর যুদ্ধ আরোপ করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যও রয়েছে।

সময় যত গড়াচ্ছে পরিস্থিতির তত অবনতি হচ্ছে। হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে গাজার সীমান্তবর্তী বিভিন্ন শহর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরাইল।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম