Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলকে যে হুশিয়ারি দিলেন হামাস নেতা হানিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৫:০০ পিএম

ইসরাইলকে যে হুশিয়ারি দিলেন হামাস নেতা হানিয়া

হামাস নেতা ইসমাইল হানিয়া। ছবি: আরব নিউজ

গাজায় চলমান সংঘাত পশ্চিম তীর এবং জেরুজালেমে ছড়িয়ে পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এক টেলিভিশন ভাষণে তিনি এমন হুশিয়ারি উচ্চারণ করেছেন বলে খবর দিয়েছে আরব নিউজ।

সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া শনিবার বলেছেন, সশস্ত্র ফিলিস্তিনি গ্রুপগুলো গাজায় চলমান যুদ্ধকে পশ্চিম তীর এবং জেরুজালেমে বিস্তৃত করতে চায়।

যুদ্ধ ‘জায়নবাদী সত্তার’ (জেরুজালেমকে ইহুদিদের হৃদয় বলছেন তিনি) হৃদয়ে চলে গেছে, বলেন হানিয়া।

তিনি বলেন, ‘এটি (শনিবার ভোরের হামলা) ছিল আমাদের শত্রু, তার সৈন্য এবং তাদের বসতি স্থাপনকারীদের পরাজয় এবং অপমানের সকাল।’

সাবেক প্রধানমন্ত্রী হানিয়া বলেন, ‘যা ঘটেছে তা আমাদের প্রস্তুতির মহত্ত্ব প্রকাশ করে। আজ যা ঘটেছে তা শত্রুর দুর্বলতা প্রকাশ করে।’

সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এমন আরব দেশগুলির উদ্দেশে তিনি বলেন, সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও ইসরাইল তাদের কোনো সুরক্ষা দিতে পারবে না।

সহযোগী আরব দেশগুলির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আমাদের আরব ভাইদের-সহ সকল দেশকে বলছি, এই সত্তা (ইসরাইল) যারা প্রতিরোধকারীদের মুখে নিজেকে রক্ষা করতে পারে না, তারা আপনাকে কোনো সুরক্ষা দিতে পারবে না।

‘সেই সত্তার সাথে আপনাদের স্বাক্ষরিত সমস্ত স্বাভাবিককরণ চুক্তি এই (ফিলিস্তিনি) বিরোধের সমাধান করতে পারবে না,’ বলেন হামাস নেতা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম