আরব ও মুসলিম দেশগুলোকে যে আহ্বান জানাল হামাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত
গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের ওপর হামলা চালাচ্ছে হামাস।
শনিবার ইসরাইলে রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র সংগঠনটি। আরব ও মুসলিম দেশগুলোকেও যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।খবর আলজাজিরার।
আরও পড়ুন: ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দি ইসরাইলের শীর্ষ কমান্ডার জেনারেল নিমরোদ
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা যেসব নৃশংসতার সম্মুখীন হয়েছেন, তার জবাব দিতেই এই সামরিক অভিযান শুরু করেছেন তারা।
তিনি আরও বলেন, ‘আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় নৃশংসতা বন্ধ করুক। ফিলিস্তিনি জনগণ ও আমাদের আল-আকসার মতো পবিত্র স্থান— এসব জিনিস এই যুদ্ধ শুরু করার পেছনের কারণ।’
হামাসের সামরিক কমান্ডার মোহাম্মাদ দেইফ বলেন, ‘পৃথিবীর শেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এটাই সবচেয়ে বড় যুদ্ধের দিন। এই হামলায় ৫ হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যার কাছে বন্দুক আছে, তাদের তা বের করা উচিত, সময় এসেছে।’
‘পশ্চিমতীরে প্রতিরোধ যোদ্ধাদের’ পাশাপাশি ‘আরব ও মুসলিম দেশগুলোকে’ যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এদিকে হামাসের হামলায় অন্তত ২২ ইসরাইলি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইসরাইলের জরুরি সেবা এ তথ্য জানিয়েছে। আরও অন্তত ৫৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামাসের যোদ্ধারা অন্তত ৩৫ ইসরাইলিকে বন্দি করেছে বলে ইসরাইলি রেডিওর খবরে বলা হয়েছে।