Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্যাপিটল হিল থেকে ন্যান্সি পেলোসিকে ‘উচ্ছেদের’ নির্দেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম

ক্যাপিটল হিল থেকে ন্যান্সি পেলোসিকে ‘উচ্ছেদের’ নির্দেশ

ডেমোক্র্যাট দলীয় সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ও তার দীর্ঘ দিনের ডেপুটি স্টেনি হোয়ারকে দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের অফিস ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্পিকার প্যাট্রিক ম্যাকহেনরি ।

তাদের দুজনকে জানিয়ে দেওয়া হয়েছে যে বুধবারই তাদের ব্যবহার করা অফিসের দরজায় নতুন তালা লাগিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের পর অন্তর্বর্তী স্পিকার হিসেবে  ম্যাকহেনরি মনোনীত হবার পর এই উচ্ছেদের নির্দেশ এলো।

ওয়াশিংটনের বাইরে থাকা ন্যান্সি পেলোসি এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন ‘এটি পরিষ্কারভাবে ঐতিহ্য থেকে সরে আসা’।

মঙ্গলবার সিদ্ধান্তটির সমালোচনা দেওয়া বিবৃতিতে পেলোসি বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে নজর না দিয়ে অন্তর্বর্তী স্পিকারের প্রথম সিদ্ধান্ত হলো ক্যাপিটল হিল থেকে আমার অফিস অবিলম্বে খালি করার নির্দেশ। এটা দুঃখজনক কারণ আমি বন্ধু ডিয়ারে ফেইনস্টেইন মৃত্যুতে শোক জানাতে ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম এবং অফিস থেকে আমার জিনিসপত্র সরিয়ে আনতে অপারগ। 

সাধারণত ক্যাপিটল হিলে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে নেই এমন কোন সদস্যের অফিস থাকে না। কিন্তু পেলোসি ও হোয়ারের অফিস ছিল সাবেক স্পিকার ও সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে।

ঐতিহ্যের কথা উল্লেখ করে ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি যখন স্পিকার ছিলেন তখন তার পূর্ববর্তী রিপাবলিকান দলীয় স্পিকারকে অফিস বরাদ্দ দিয়েছিলেন।

তবে দুই ডেমোক্র্যাট নেতাই হাউজ অফিস ভবনে তাদের দৈনন্দিন কাজের জন্য অফিস পাবেন।

ম্যাকার্থিকে স্পিকারের পদ থেক অপসারণের দু’ঘণ্টার মধ্যেই পেলোসিকে ইমেইল করে জানানো হয় যে তার অফিস কক্ষ অন্তর্বর্তী স্পিকার অন্য কাউকে বরাদ্দ দিয়েছেন। তবে এটা এখনো পরিষ্কার নয় যে ঠিক কে এই সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও ন্যান্সি পেলোসি অন্তর্বর্তী স্পিকারকে দায়ী করেছেন। কিন্তু সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী ম্যাকার্থিই এই তৎপরতার নেপথ্যে কাজ করেছেন।

তবে ম্যাকহেনরি, ম্যাকার্থি এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজ অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, যারা অফিস বরাদ্দের কাজ করে, তারা কেউই কোন মন্তব্য করেনি।

মঙ্গলবার ম্যাকার্থি ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে হেরে স্পিকারের পদ থেকে অপসারিত হন। ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে রিপাবলিকান দলের আট বিদ্রোহী তার বিরুদ্ধে ভোট দেন।

ভোটের পর সংবাদ সম্মেলনে ম্যাকার্থি বলেছেন তিনি স্পিকার পদের জন্য আর লড়বেন না।

তিনি অভিযোগ করেন, তিনি যখন স্পিকার হয়েছিলেন তখন পেলোসি কখনো অনাস্থা ভোট হলে তাতে সবসময় তাকে সমর্থনের অঙ্গীকার করেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম