Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউসছাড়া হলো বাইডেনের কুকুর ‘কমান্ডার’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৫:০৪ পিএম

হোয়াইট হাউসছাড়া হলো বাইডেনের কুকুর ‘কমান্ডার’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় পোষ্য কুকুর কমান্ডারকে হোয়াইট হাউস থেকে সরানো হয়েছে। নিরাপত্তা কর্মীসহ একের পর এক কর্মীকে কামড়ে দেওয়ার জেরে এ পদক্ষেপ নেওয়া হলো। 

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের এক মুখপাত্র বুধবার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ওই মুখপাত্র বলেছেন, কমান্ডারকে আপাতত ‘অজানা একটি জায়গায়’ রাখা হয়েছে এবং পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে— সে সম্পর্কিত পরিকল্পনা চলছে।

২০২১ সালে কমান্ডারকে হোয়াইট হাউসে আনা হয়েছিল। হোয়াইট হাউসে আসার পর একাধিক ব্যক্তিকে কামড় দেয় কুকুরটি।

সবশেষ গত ২৫ সেপ্টেম্বর রাতে কুকুরটির কামড়ের শিকার হন সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা। সিক্রেট সার্ভিস স্বীকার করেছে, এখন পর্যন্ত সংস্থার ১১ জন এজেন্টকে কামড় দিয়েছে কমান্ডার।

কমান্ডারের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের যোগাযোগবিষয়ক পরিচালক এলিজাবেথ আলেক্সান্ডার।

বিবৃতিতে বলা হয়, যারা হোয়াইট হাউসে কাজ করেন, যারা প্রতিদিন সুরক্ষা দেন, তাদের নিরাপত্তার ব্যাপারে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অত্যন্ত যত্নশীল। সিক্রেট সার্ভিসসহ সংশ্লিষ্ট সবার ধৈর্য, সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ। তারা সমাধানের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, কমান্ডার বর্তমানে হোয়াইট হাউসে নেই। কুকুরটির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ মূল্যায়ন করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম