Logo
Logo
×

আন্তর্জাতিক

অসাবধানতাবশত রসায়নে ৩ নোবেল বিজয়ীর নাম প্রকাশ!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম

অসাবধানতাবশত রসায়নে ৩ নোবেল বিজয়ীর নাম প্রকাশ!

মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ

এ বছর রসায়নে নোবেল বিজয়ী হয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ। তবে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আজ বুধবার (৪ অক্টোবর) জানিয়েছে, অসাবধানতাবশত তাদের নাম প্রকাশ হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে দুজন আমেরিকান রসায়নবিদ এবং একজন রাশিয়ান পদার্থবিজ্ঞানীর নাম ফাঁস হয়ে থাকতে পারে, যদিও রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস বলেছে, সিদ্ধান্তটি এখনও নিশ্চিত নয়।

সুইডিশ সংবাদমাধ্যম অ্যাফ্টনব্লাডেট বলেছে, পুরস্কার প্রদানকারী সংস্থাটি লিখেছে যে, কোয়ান্টাম ডট প্রযুক্তি আবিষ্কারের জন্য মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ পুরস্কার দেওয়া হবে। তাদের আবিষ্কৃত প্রযুক্তি ভোক্তা ইলেকট্রনিক্স থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত শিল্পে বিপ্লব ঘটিয়েছে।

এর আগের দিন গতকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী। পরমাণু ও অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে ২০২২ সালেও রসায়নে নোবেল বিজয়ী হয়েছিরেন তিনজন। তারা হলেন- যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর. বেরতোজ্জি, ডেনমার্কের মর্টেন মেলডাল এবং যুক্তরাষ্ট্রের কে. ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তারা এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তার আগে ২০০১ সালেও রসায়নে নোবেল জেতেন কে. ব্যারি শার্পলেস।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় গত সোমবার (২ অক্টোবর) থেকে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে অবদান রাখায় পুরস্কারটি জিতছেন কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যান। কোভিড-১৯-এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন আবিষ্কারে এই পুরস্কার পান তারা। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী।

এদিকে আগামীকাল (৬ অক্টোবর) সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর পর ঘোষণা করা হবে শান্তিতে নোবেল জয়ীর নাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম