এবার ক্লাস্টারবাহী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
এবার ইউক্রেনকে ক্লাস্টারবাহী ক্ষেপণাস্ত্র ‘এটিএসিএমএস’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে এ তথ্য প্রচার করেছে আলজাজিরা।
দূরপাল্লার ‘এটিএসিএমএস’ ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৯৫০ ক্লাস্টার যুদ্ধাস্ত্র বহন করে। এটি এমন একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা সীমানার বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। প্রতিটি ‘এটিএসিএমএস’ ক্ষেপণাস্ত্র একটি এমএলআরএস (মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম) সঙ্গে যুক্ত থাকে।
এ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০০ কিমি. (১৮৬ মাইল) পরিসীমাসহ ইউক্রেনকে ফ্রন্ট লাইনের পেছনে রুশ লক্ষ্যবস্তুতে আক্রমণ করার সুবিধা দেবে।
যুক্তরাজ্যের দেওয়া স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলোর ‘এটিএসিএমএসের’ চেয়েও শক্তিশালী দূরপাল্লার ছিল। তবে সেগুলো ফাইটার জেটের মাধ্যমে উৎক্ষেপণ করতে হয়।
অন্যদিকে ‘এটিএসিএমএস’ ভূমি থেকেই উৎক্ষেপণ করা সম্ভব। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রথম এ অস্ত্র ব্যবহার করে।