Logo
Logo
×

আন্তর্জাতিক

টেলিস্কোপে ধরা পড়ল ভাসমান গ্রহ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১০:২৭ পিএম

টেলিস্কোপে ধরা পড়ল ভাসমান গ্রহ

জেমস ওয়েব টেলিস্কোপে ভাসমান গ্রহ ধরা পড়ার দৃশ্য দেখে চমকে উঠেছেন বিজ্ঞানীরা। মহাকাশে এসব গ্রহ জোড়ায় জোড়ায় ভেসে বেড়াচ্ছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় এই গ্রহগুলো কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে না। যার কোনো ব্যাখ্যা দিতে পারছেন না গবেষকরা। বিবিসি। 

এসব গ্রহ ওরিয়ন নেবুলায় (নীহারিকা) দেখা গেছে। ৪০ জোড়া গ্রহ শনাক্ত হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপে। এদের নাম দেওয়া হয়েছে জুপিটার ম্যাস বাইনারি অবজেক্টস, সংক্ষেপে জাম্বু।

নিশ্চিত ব্যাখ্যা দিতে না পারলেও সম্ভাব্য কিছু কারণ জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের অনুমান, ওরিয়ন নেবুলার এমন জায়গায় এসব বস্তু তৈরি হয়েছে, যেখানে আসলে কোনো নক্ষত্র তৈরি হওয়ার মতো পর্যাপ্ত উপাদান নেই। 

গবেষক দলের প্রধান ইউরোপীয় স্পেস এজেন্সির (ইএসএ) সিনিয়র বিজ্ঞানবিষয়ক পরামর্শক অধ্যাপক মার্ক ম্যাককরিয়ান বলেন, এসব বস্তু আসলে প্রথমে নক্ষত্রকে কেন্দ্র করেই গঠিত হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম