রাশিয়ায় ক্লাস্টার বোমা হামলা ইউক্রেনের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পিএম
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের সীমান্তবর্তী ক্লিমোভো গ্রামে নিষিদ্ধ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার স্থানটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুচ্ছ গোলাবারুদ ছোড়া হয়।
আকস্মিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইতোমধ্যেই বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাজ।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি এ তথ্য দেন। রুশ কর্মকর্তার এ অভিযোগ খণ্ডন করে কোনো বিবৃতি দেয়নি ইউক্রেন। রয়টার্স, আলজাজিরা।
জুলাই মাসে কিয়েভকে নিষিদ্ধ এ ক্লাস্টার বোমা সরবরাহ করেছিল ওয়াশিংটন। তবে এটি শুধু শত্রু সৈন্যদের ওপর ব্যবহার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিয়েভ।
১২০টিরও বেশি দেশ স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তির অধীনে ক্লাস্টার যুদ্ধাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। ব্রায়ানস্ক এবং ইউক্রেনের সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলের রুশ কর্মকর্তারাও কিয়েভকে নির্বিচারে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করেছে।