Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রিটিশ সেনারা রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে: মেদভেদেভ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম

ব্রিটিশ সেনারা রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে: মেদভেদেভ

ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে আসা যেকোনো ব্রিটিশ সেনা রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। কিয়েভের সেনাদের প্রশিক্ষণে ইউক্রেনে ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হতে পারে বলে রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের মন্তব্যের পর মেদভেদেভ এই হুমকি দিলেন। রয়টার্স।

টেলিগ্রাম পোস্টে মেদভেদেভ বলেছেন, এর ফলে (ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন) তাদের প্রশিক্ষকদের আমাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ভালো করে মনে রাখুন তাদের নির্মমভাবে ধ্বংস করা হবে। ভাড়াটে সেনা হিসেবে নয়, তাদের ন্যাটোর ব্রিটিশ বিশেষজ্ঞ হিসেবে ধ্বংস করা হবে।

জার্মানিরও সমালোচনা করেছেন পুতিন মিত্র মেদভেদেভ। কিয়েভকে দূরপাল্লার তাউরুস ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে বার্লিন। এই বিষয়ে তিনি বলেছেন, তারা বলছে এটি আন্তর্জাতিক আইন অনুসারে হচ্ছে। এক্ষেত্রে জার্মান কোম্পানিতে উৎপন্ন হওয়া ক্ষেপণাস্ত্রও মোকাবিলা করা হবে আন্তর্জাতিক আইনে। 

তিনি আরও বলেছেন, এই মূর্খরা সক্রিয়ভাবে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে জুলাই মাসেও তিনি একই ধরনের সতর্কতার কথা তুলে ধরেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, পুরোপুরি উন্মাদ পশ্চিমাদের পদক্ষেপের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম