প্রতিদিনই কমছে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৪:৫৯ পিএম
মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্স (টুইটার) দিন দিন সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনবিসির এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছে এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো।
৪৫ মিনিটের এ সাক্ষাৎকারে টুইটারের অনেক অজানা তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। খবর এনডিটিভির।
মাত্র ১২ সপ্তাহ হলো লিন্ডা এক্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ইলন মাস্কের তত্ত্বাবধানে আসার পর থেকেই এ প্লাটফর্মে দৈনন্দিন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে।
বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুসারে, বর্তমানে এক্সের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২২ কোটি ৫০ লাখ। মাস্কের মালিকানা গ্রহণের পর কমেছে প্রায় ১১ দশমিক ৬ শতাংশ। তবে এ পরিসংখ্যান নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি লিন্ডা।
গত বছরের শেষ দিকে চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা যায় মাস্কের হাতে। এরপর তার খেপাটে আচরণে বিভিন্ন সময়ে উষ্মা প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। একের পর এক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে টুইটার। সর্বশেষটি হলো নাম বদল। আর মাস্কের অধিগ্রহণের পর থেকেই এর দৈনন্দিন ব্যবহারকারীর হার আগের তুলনায় কমেছে।
অনলাইন সংবাদমাধ্যম ম্যাশাবেলের পরিসংখ্যান বলছে, মাস্কের মালিকানায় আসার পর দৈনিক প্রায় ৩ দশমিক ৭ শতাংশ সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে এক্স।
আরো বলা হচ্ছে, প্রতিনিয়ত দৈনন্দিন ব্যবহারকারী হারানোয় এক্সের বিজ্ঞাপনেও ভাটা পড়েছে। তবে আগামী বছরে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন সিইও লিন্ডা ইয়াকারিনো।