Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন যে কৌশল নিয়েছে ইউক্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন যে কৌশল নিয়েছে ইউক্রেন

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে লড়তে এবার সামরিক বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে যাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আন্দ্রি ইয়ারমাক এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার। 

তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষাসহ সামরিক সরঞ্জামের বিষয়ে পরিকল্পনা তৈরি করতে বিশেষজ্ঞরা অদূর ভবিষ্যতে ইউক্রেনে আসবেন।’

আন্দ্রি বলেন, ‘আমি মনে করি খুব শিগগির বিশেষজ্ঞরা এখানে আসবেন। তারা আমাদের প্রয়োজনীয় সব কিছুর নিজস্ব উৎপাদনের জন্য একটি পরিকল্পনা তৈরি করবেন।’

বিশেষজ্ঞ দলটি মার্কিন হবে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি ইয়ারমাক।

আরও পড়ুন: ইউক্রেনের ১১ ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার

এদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পনার অধীনে কয়েকটি দেশ গোলাবারুদ দেওয়ার ঘোষণা দিয়েছে।

ইইউ জানায়, ইউক্রেনে জরুরিভাবে প্রয়োজনীয় আর্টিলারি শেল সরবরাহ করতে এবং ক্ষয়প্রাপ্ত পশ্চিমা মজুত পুনরায় সমৃদ্ধ করতে সাতটি ইইউ দেশ ইউরোপীয় ইউনিয়নের ক্রয় প্রকল্পের অধীনে গোলাবারুদের চাহিদা দিয়েছে।

চাহিদাগুলো ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থা (ইডিএ) দ্বারা সমঝোতা চুক্তির অধীনে দেওয়া হয়েছে। তবে এই সাত দেশের নাম বা চাহিদার আকার প্রকাশ করেনি ইডিএ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম