Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ২ ফিলিস্তিনি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ২ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে একজন হামাস যোদ্ধা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

নিহত দুজনের নাম হলো, ওসাইদ আবু আলী (২২) এবং আবদ আল-রহমান আবু দাগাশ (৩২)। ইসরাইলি বাহিনীর দাবি, সেখানে ‘সন্ত্রাস-বিরোধী’ অভিযান চালিয়েছে তারা। খবর রয়টার্স, আল-জাজিরার। 

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী গত শনিবার গাজা উপত্যকায় ড্রোন হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে সীমান্তে সহিংসতায় ছয় ফিলিস্তিনী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় একশ।

হামাস গ্রুপ ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরাইল ফিলিস্তিনি অঞ্চলের আকাশ, স্থল ও সমুদ্র অবরোধ করে রেখেছে। 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম