Logo
Logo
×

আন্তর্জাতিক

আগামী সপ্তাহেই ইউক্রেনে অ্যাব্রামস ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ এএম

আগামী সপ্তাহেই ইউক্রেনে অ্যাব্রামস ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইউএস এম ১ আব্রামস ট্যাংকের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন বাইডেন। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহে ইউক্রেনে প্রথম ইউএস অ্যাব্রামস ট্যাংক সরবরাহ করা হবে।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমা সহায়তায় ইউক্রেনও পালটা হামলা চালাচ্ছে। এ অবস্থায় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধ শুরুর পর এটি জেলেনস্কির দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর।

আরও পড়ুন: এবার জেলেনস্কিকে যে প্রতিশ্রুতি দিলেন বাইডেন  

যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো বিপুল সামরিক সহায়তা দিয়ে আসছে ইউক্রেনকে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকানরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের এমন সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না। রিপাবলিকান আইনপ্রণেতারা নতুন প্যাকেজ আটকে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। তবে এসবে পাত্তা দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন।  

তিনি বলেন, ‘আরও ৩২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছি। ইউক্রেনের জন্য নতুন সহায়তা সমর্থন করার অন্য কোনো বিকল্প নেই।’

নতুন সহায়তার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চারের গোলাবারুদ, ট্যাংক-বিধ্বংসী অস্ত্র, আর্টিলারি রাউন্ড এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম