Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রাজিলে ১৮৫ বছর পুরোনো গাছের চারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ পিএম

ব্রাজিলে ১৮৫ বছর পুরোনো গাছের চারা

প্রায় দুই শতাব্দী পর পাওয়া গেল বিলুপ্তপ্রায় ছোট একটি গাছের চারা। গাছটির বৈজ্ঞানিক নাম ‘আইলেক্স স্যাপিফর্মিস’। গাছটিকে স্থানীয়ভাবে ‘পার্নামবুকো হলি’ নামেও ডাকা হয়। 

মঙ্গলবার গাছটি দেশটির উত্তর-পূর্ব ব্রাজিলের পার্নামবুকো রাজ্যের ইগারাসু শহরে পাওয়া গেছে। অনুসন্ধানকারী দলটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ছোট সাদা ফুল দেখে প্রজাতিটি চিনতে পেরেছে। এএফপি।

হারিয়ে যাওয়া প্রজাতিটির সন্ধান পেয়ে ‘রিওয়াইল্ড লস্ট স্পিশিস’র প্রোগ্রাম অফিসার ক্রিস্টিনা বিগস বলেন, ‘এটি অবিশ্বাস্য যে পার্নামবুকো হলি একটি মহানগর এলাকায় পুনরাবিষ্কৃত হয়েছে, যেখানে প্রায় ৬ মিলিয়ন লোকের বাসস্থান। বিজ্ঞানের কাছে গাছপালা হারিয়ে গেছে বলে আমরা মনে করি না, কারণ  ইকোসিস্টেমের সঙ্গে জড়িত থাকলে তারা অবিচ্ছেদ্যভাবে ফিরে আসবেই।’ 

অভিযানের সদস্য জুলিয়ানা অ্যালেনকার বলেন, ‘প্রকৃতি আমাদের অবাক করে। এমন একটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে যা প্রায় দুই শতাব্দী ধরে শোনা যায়নি। এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত ছিল।’ 

অভিযানের মূলপ্রদর্শক পরিবেশবিদ গুস্তাভো মার্টিনেলি বলেছেন, ‘দলটি এখন গাছের জন্য একটি প্রজনন কর্মসূচি শুরু করার আশা করছে।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম