Logo
Logo
×

আন্তর্জাতিক

মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীর দিন গ্রেফতার তার বাবা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম

মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীর দিন গ্রেফতার তার বাবা

মাহসা আমিনির (২২) মৃত্যুবার্ষিকীতে ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্থানের শহরে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দেশজুড়ে মাহসা আমিনির মৃত্যুবার্ষিকী উৎযাপন করেন ইরানিরা। বিক্ষোভ-সহিংসতা ঠেকাতে এদিন আগে থেকেই তৎপর হন নিরাপত্তা কর্মীরা। বিক্ষোভ দমনে মাহসার পরিবারকেও মৃত্যুবার্ষিকী পালন করতে দেয়নি পুলিশ। এদিন বিকালেই বাবা আমজাদ আমিনিকে গ্রেফতার করে পুলিশ। এএফপি, গার্ডিয়ান।

মাহসা ২২ বছর বয়সি ইরানি কুর্দি। দেশটির কঠোর ‘হিজাবনীতি’ অমান্য করার অভিযোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে। ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতেই মৃত্যু হয় মাহসার। সেই থেকে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। তার পরিবার জানায়, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু ইরানি কর্তৃপক্ষ তা অস্বীকার করে। তার মৃত্যুতে ক্ষোভ ছড়িয়ে পড়ে চারদিকে। কয়েক মাস ধরে চলা বিক্ষোভে ৭১ জন নাবালকসহ ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। 

ইরানি কর্তৃপক্ষ জানায়, কয়েকজন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছে। মাহসার সাক্ষাৎকার নেওয়া দু’জন সাংবাদিককেও গ্রেফতার করা হয়। শুক্রবার ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিবিষয়ক বিভাগ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশও এই সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করবে।

গ্রেফতারের পর গৃহবন্দি বাবা
একটি প্রতিবেদনে বলা হয়, মাহসার বাবা আমজাদ আমিনিকে শনিবার বিকেলে গ্রেফতার করা হয়। কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্কস জানায়, আমজাদকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সাকেজের বাড়ি থেকে বের হওয়ার সময় আটক করা হয়। মেয়ের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা না করার জন্য সতর্ক করার পর  তাকে ছেড়েও দেওয়া হয়। তবে তাকে গৃহবন্দি করে রাখা হয়। অধিকার গোষ্ঠীগুলো জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার বাড়ির বাইরে অবস্থান করছে। তাকে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। গত সপ্তাহেও আমজাদকে তলব করেছিল গোয়েন্দা কর্মকর্তারা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম