Logo
Logo
×

আন্তর্জাতিক

কেন গৃহবন্দি চীনের প্রতিরক্ষামন্ত্রী?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ পিএম

কেন গৃহবন্দি চীনের প্রতিরক্ষামন্ত্রী?

চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ। এখনো তার খোঁজ মেলেনি। জাপানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিক রাহম এমানুয়েল এক্সে (টুইটার) এক পোস্টে দাবি করেছেন, চীনের প্রতিরক্ষামন্ত্রী শাংফুকে গৃহবন্দি করে রাখা হয়েছে। 

তিনি টুইটারে লিখেছেন, লি শাংফু কে প্রায় তিন সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না। এ সময়ের মধ্যে তার কোনো বক্তব্যও শোনা যায়নি। ফিন্যান্সিয়াল টাইমস।

সর্বশেষ গত ২৯ আগস্ট লি শাংফু কে দেখা গিয়েছিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, লি শাংফু কে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করছে চীন কর্তৃপক্ষ।  

এর আগে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হয়েছিলেন। পরে গত জুলাইয়ে তাকে পদচ্যুত করা হয়।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি তার সরকারে বড় ধরনের রদবদল আনেন। দুই জেনারেলকে সরিয়ে দেন। তারা হলেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান লি ইউচাও ও তার ডেপুটি লিউ গুয়াংবিন। তারা দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তদারকির দায়িত্বে ছিলেন। তাদেরও কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। 

তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এসব রদবদল কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম