Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রে পুড়ল ২ রুশ জাহাজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম

ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রে পুড়ল ২ রুশ জাহাজ

ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রে পুড়ল ২ রুশ জাহাজ। ছবি: আল জাজিরা

রুশ-অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরের একটি শিপইয়ার্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ২৪ জন আহত হয়েছেন। সেই সঙ্গে রুশ নৌবাহিনীর দুটি জাহাজ আগুনে পুড়ে গেছে।

ক্রিমিয়া কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলেছে, সেভাস্টোপলে রাশিয়ার নিয়োগ করা গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ইউক্রেন বুধবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ান বিমান প্রতিরক্ষা আগত প্রজেক্টাইলগুলিকে প্রতিহত করার চেষ্টা করেছে। সাগরে রাশিয়ার জাহাজও সমুদ্রবাহিত ড্রোন হামলা প্রতিহত করেছে।

পরবর্তীতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী শিপইয়ার্ডে ১০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজগুলিতে তিনটি মনুষ্যবিহীন সমুদ্র ড্রোন ছুড়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, এর মধ্যে সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং সামুদ্রিক ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র দুটি জাহাজকে ক্ষতিগ্রস্ত করেছে। সেগুলো সেভাস্তোপলের একটি শিপইয়ার্ডে মেরামত করা হচ্ছে।

প্রসঙ্গত, সেভাস্তোপল হলো ক্রিমিয়ার বৃহত্তম শহর এবং একটি প্রধান বন্দর, যেখানে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট অবস্থিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম