Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার 'পবিত্র যুদ্ধে’ পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি কিমের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম

রাশিয়ার 'পবিত্র যুদ্ধে’ পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি কিমের

রাশিয়ায় ঐতিহাসিক সফরে উত্তর কোরীয় নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য মস্কোর ‘পবিত্র লড়াই’ এর জন্য তার দেশের ‘পূর্ণ এবং নিঃশর্ত সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর কোরীয় নেতা এও বলেছেন যে, পিয়ংইয়ং সর্বদা ‘সাম্রাজ্যবাদ বিরোধী’ ফ্রন্টে মস্কোর সাথে থাকবে।

রাশিয়ার সুদূর-পূর্ব আমুর অঞ্চলের ভোস্টোচনি কসমোড্রোম মহাকাশ কেন্দ্রে দুই নেতার শীর্ষ বৈঠকের সময় এমন মন্তব্য করেন কিম।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার আর্টিলারি শেল পেতে আগ্রহী। বিপরীতে পিয়ংইয়ংয়ের প্রয়োজন খাদ্য সরবরাহ, জ্বালানি এবং আধুনিক সামরিক প্রযুক্তি।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে যে, উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে অস্ত্র সংক্রান্ত যে কোনো চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে লঙ্ঘন করবে। সেই সঙ্গে এই উদ্যোগ উভয় দেশের উপর আরও নিষেধাজ্ঞা ডেকে নিয়ে আসতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম