Logo
Logo
×

আন্তর্জাতিক

নির্বাচনে অংশ নিতে পারবে ইমরান খানের দল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পিএম

নির্বাচনে অংশ নিতে পারবে ইমরান খানের দল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনে অংশ নিতে পারবে। এতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

সোমবার দেশটি দুনিয়া টিভির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর ডনের।

গত ৯ মে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুরের জন্য ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতাকর্মীদের দায়ী করা হয়। এ বিষয়ে আনোয়ারুল হক কাকার বলেন, ওই দিন ‘দুর্বৃত্তরা’ ভাঙচুর চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পাকিস্তানে সাক্ষরতার হার নিম্নমুখী

এর আগে এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গিও একই ধরনের মন্তব্য করেন।

তিনি বলেন, পিটিআই নিবন্ধিত একটি রাজনৈতিক দল। সুতরাং নির্বাচনে অংশ নিতে দলটির সামনে কোনো বাধা নেই। 

মুর্তজা সোলাঙ্গি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন বর্তমান সরকারের অগ্রাধিকার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম