‘সর্বস্বান্ত হওয়ার পরই শান্তি আলোচনায় বসবে ইউক্রেন’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
সবকিছু হারিয়ে (অস্ত্র ও সরঞ্জাম) সর্বস্বান্ত হওয়ার পরই শান্তি আলোচনায় ফিরবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার। চলমান যুদ্ধে ইউক্রেনের পরিণতি সম্পর্কে এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তকে শুরু হওয়া ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে এ মন্তব্য করেন পুতিন।
বলেন, ‘ইউক্রেন এখনো আশা করছে যে পশ্চিমাদের দেওয়া অস্ত্র-গোলাবারুদ-সাঁজোয়া যান দিয়ে যে প্রতিরোধ যুদ্ধ তারা শুরু করেছে, তা রাশিয়ার বিপুল ক্ষয়ক্ষতি করতে সক্ষম হবে। কিন্তু বাস্তব সত্য হলো, ‘কাউন্টার অফেন্সিভ’ কৌশল শুরুর পর থেকে গত ৩ মাসে ইউক্রেনের ৭১ হাজারেরও বেশি সেনাসদস্য ও কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।’
প্রসঙ্গত রুশ বাহিনীকে পরাজিত ও উচ্ছেদ করতে ৪ জুন থেকে ‘কাউন্টার অফেন্সিভ’ কৌশল নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
এ সময় পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে সংঘাত বাড়বে। যুদ্ধে পরিবর্তন আসবে না।’
ডেনমার্কের প্রধানমন্ত্রী ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্র“তির জেরে একথা বলেন তিনি। চলতি বছরের শেষ নাগাদ ৬টি, ৮টি পরের বছর ও বাকি পাঁচটি ২০২৫ সালে দেবে।