Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে অভিযানে সাফল্যের আশা জেলেনস্কির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম

রাশিয়ার বিরুদ্ধে অভিযানে সাফল্যের আশা জেলেনস্কির

রাশিয়ার হাত থেকে অধিকৃত এলাকা ছিনিয়ে নিতে গত প্রায় তিন মাস ধরে ইউক্রেন সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে৷ যদিও উল্লেখযোগ্য সাফল্যের অভাবে দেশে-বিদেশে সমালোচনা বাড়ছে৷ 

সম্প্রতি বিচ্ছিন্ন কিছু অঞ্চলে সাফল্য পেলেও দেশের দক্ষিণ ও পূর্ব অংশে রুশ বাহিনী জমি আঁকড়ে বসে আছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এ সামরিক অভিযানে কিছু সাফল্যের দাবি করেছেন৷ 

তিনি বলেন, গত এক সপ্তাহে দক্ষিণে তাভ্রিয়া সেক্টরে বেশ কয়েকটি এলাকার ওপর নিয়ন্ত্রণ কায়েম করেছে৷ তার মতে, বাখমুত সেক্টরেও কিছু সাফল্য পাওয়া গেছে৷ তাছাড়া পূর্বাঞ্চলে জমি পুনর্দখল করতে না পারলেও রাশিয়ার সেনাবাহিনীকে আর অগ্রসর হতে দিচ্ছে না ইউক্রেনীয় সৈন্যরা৷

পশ্চিমা বিশ্বের কিছু সংবাদমাধ্যমে ইউক্রেনের সেনাবাহিনীর ভুলভ্রান্তির সমালোচনাও উড়িয়ে দেওয়া হচ্ছে৷ 

‘দ্য ইকোনমিস্ট' পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সেনাবাহিনীর মনোবলের জন্য একটানা সাফল্য অত্যন্ত জরুরি৷ বর্তমানে সামরিক অভিযানে যথেষ্ট গতি এসেছে বলে তিনি দাবি করেন৷ অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্য সাফল্যের পূর্বাভাস দিয়েছেন জেলেনস্কি৷ বিশেষ করে দেশের দক্ষিণে রুশ হানাদার বাহিনীকে বিতাড়িত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি৷

সোমবার ভোরে সীমান্তবর্তী বেলগোরোদ শহরের কাছে রাশিয়া দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে৷ সেই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷ 

গত কয়েক মাসে রাজধানী মস্কো পর্যন্ত বারবার ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে রাশিয়া দাবি করে আসছে৷ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও ড্রোনের উৎস অস্পষ্ট থেকে যাচ্ছে৷

ইউক্রেনে অধিকৃত এলাকার ওপর নিজস্ব নিয়ন্ত্রণ পাকাপাকি করতে রাশিয়া গত এক সপ্তাহ ধরে আঞ্চলিক ও পৌর নির্বাচনের আয়োজন করেছে৷ দেশের অন্যান্য কিছু প্রান্তের সঙ্গে ইউক্রেনের অধিকৃত এলাকায়ও রোববারের নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক শিবিরের জয়ের দাবি করা হয়েছে৷ বিরোধী দলগুলো এ নির্বাচনকে প্রহসন বলে বর্ণনা করেছে৷ সেইসঙ্গে কারচুপির অভিযোগও উঠেছে৷ 

কাউন্সিল অব ইউরোপের মতে, ইউক্রেনের স্বীকৃত ভূখণ্ডে রাশিয়ার এ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে৷

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম