Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের গোপন উদ্দেশ্য ফাঁস করলেন ইউক্রেনের সাবেক মন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম

পুতিনের গোপন উদ্দেশ্য ফাঁস করলেন ইউক্রেনের সাবেক মন্ত্রী

ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। ছবি: দ্য গার্ডিয়ান

ইউক্রেনকে পুরোপুরি ধূলিসাৎ করাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য। এমন দাবি করেছেন ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। 

তিনি পশ্চিমাদের উদ্দেশে বলেন, মস্কোর সঙ্গে শান্তি আলোচনা করে কোনো লাভ নেই। কেননা পুতিন রাশিয়াকে পুরোপুরি ধূলিসাৎ করে এর জনগণকে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর। 

এ সময় তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচতে পশ্চিমাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে ওলেক্সি রেজনিকভ দাবি করেন, ক্রেমলিনের সঙ্গে চুক্তি করে সংঘাত নিরসন হবে না। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান পুতিন। এমনকি ইউক্রেনের অস্তিত্বও স্বীকার করতে চায় না রাশিয়া।

তিনি আরো লিখেছেন, পুতিন কিম জং উনের পর্যায়ে চলে গেছেন। ভয়াবহ ও বিপজ্জনক এক ব্যক্তিতে পরিণত হয়েছেন। 

রেজনিকভ আরো বলেন, জার্মানির স্বৈরশাসক হিটলারের পথে হাঁটছেন পুতিন। হিটলার যেভাবে সামরিক শক্তির সাহায্যে চেকোস্লোভাকিয়ার কাছ থেকে থার্ড রাইখ দখল করে নিয়েছিল, সেভাবে ইউক্রেন দখল করতে চায় পুতিন।

দুর্নীতির অভিযোগের মুখে সোমবার পদত্যাগ করেন রেজনিকভ। ধারণা করা হচ্ছে, তিনি যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম