Logo
Logo
×

আন্তর্জাতিক

চাঁদের পথে এবার জাপানের মহাকাশযান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ পিএম

চাঁদের পথে এবার জাপানের মহাকাশযান

ভারতীয় চন্দ্রযানের পর এবার চাঁদের পথে জাপানের মহাকাশযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)। বৃহস্পতিবার নিজেদের তৈরি এইচ-আইআইএ রকেটে চড়ে চাঁদের উদ্দেশে মহাকাশযানটি রওনা দিয়েছে।  

অভিযান সফল হলে চন্দ্রজয় করা পঞ্চম দেশ হবে জাপান। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানায়, পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করেছে। 

স্লিমকে সফলভাবে উন্মুক্ত করেছে। এর আগে  প্রতিকূল আবহাওয়ার কারণে গত মাসে তিন দফায় স্থগিত হয়েছিল স্লিমের মহাকাশযাত্রা। আলজাজিরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম