Logo
Logo
×

আন্তর্জাতিক

ফের দানিউব বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

ফের দানিউব বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

ইউক্রেনের গুরুত্বপূর্ণ নদীবন্দর দানিউবে ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইজমাইল এলাকায় ওই হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। 

বুধবার ইউক্রেনের ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, ইজমাইল নদীটি ন্যাটো সদস্যভুক্ত দেশ রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। মঙ্গলবার রাতের ওই হামলায় কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর ওলেহ কিপার।

আরও পড়ুন: যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এখন জাপোরিঝিয়া: রাশিয়া

চলতি সপ্তাহের শুরুর দিকেও একবার এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, ড্রোনটি রোমানিয়া ভূখণ্ডে আঘাত এনেছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে রোমানিয়া।

দানিউব নদী ইউক্রেনের শস্য রপ্তানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুলাই থেকে এই বন্দর দিয়েই শস্য রপ্তানি হচ্ছে। ওডেশা বন্দর থেকে কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানির চুক্তি থেকে রাশিয়া সরে আসায় এই রুটই হয়ে ওঠে মূল পথ।

এর আগে ৩ সেপ্টেম্বরে দানিউব নদীর রেনি বন্দরে আঘাত আনার কথা জানিয়েছিল রাশিয়া। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম