ওয়াগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ পিএম
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। একই সঙ্গে ওয়াগনারকে ‘হিংস্র ও ধ্বংসাত্মক’ আখ্যা দিয়ে তাদের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেছে দেশটি।
মঙ্গলবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে এটিকে নিষিদ্ধ করতে চলেছে যুক্তরাজ্য সরকার। যার অর্থ— এই সংস্থার সদস্য হওয়া বা সমর্থন করা হবে অবৈধ। এ ছাড়া একটি খসড়া আদেশ সংসদে পেশ করা হলে ওয়াগনারের সম্পদকে সন্ত্রাসী সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা এবং বাজেয়াপ্ত করা যাবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওয়াগনার হিংস্র ও ধ্বংসাত্মক— এই বাহিনী ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক হাতিয়ার।
আরও পড়ুন: প্রিগোজিনের মৃত্যু কি দুই মাস আগেই নির্ধারিত হয়েছিল?
তিনি বলেন, ইউক্রেন ও আফ্রিকায় ওয়াগনারের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।
সুয়েলা ব্র্যাভারম্যান আরও বলেছেন, ওয়াগনারের অব্যাহত অস্থিতিশীল কর্মকাণ্ড কেবল ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্যই চলছে। সোজা কথায়, তারা সন্ত্রাসী এবং যুক্তরাজ্যের আইনেও এই নিষেধাজ্ঞার আদেশটি স্পষ্ট।
সূত্র: বিবিসি, আলজাজিরা