Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এখন জাপোরিঝিয়া: রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ এএম

যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এখন জাপোরিঝিয়া: রাশিয়া

ছবি: সংগৃহীত

যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এখন জাপোরিঝিয়া: রাশিয়া

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলটি সম্প্রতি ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। 

মঙ্গলবার রুশ সামরিক কর্মকর্তাদের তিনি এ কথা বলেন।

সের্গেই শোইগু বলেন, জাপোরিঝিয়া যে রিজার্ভ ব্রিগেড এনেছে ইউক্রেন তারা পশ্চিম থেকে প্রশিক্ষণ নিয়েছে।

আরও পড়ুন: প্রকাশ্যে এলেন রুশ শীর্ষ জেনারেল সুরোভিকিন

অবশ্য এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি রুশ প্রতিরক্ষামন্ত্রী। এই দাবি স্বাধীনভাবে যাচাইও করা যায়নি।

সের্গেই শোইগু বলেন, যুদ্ধের ‘ট্রাম্প কার্ড’ হতে পারে দক্ষিণ-পূর্বের লড়াই। সেখানে রুশ প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে পড়লে, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণে অগ্রসর হতে পারে। এ পরিস্থিতিতে রুশ বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে।

এদিকে রাশিয়ান ভূখণ্ডে হামলা করার জন্য ইউক্রেন অস্ট্রেলিয়ান ড্রোন ব্যবহার করছে বলে দাবি করেছে রাশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, অস্ট্রেলিয়ান ড্রোন রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যবহার করছে কিয়েভ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম