Logo
Logo
×

আন্তর্জাতিক

মস্কোমুখী ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

মস্কোমুখী ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা পদ্ধতি মঙ্গলবার সকালে তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন মস্কোয় হামলা চালানোর চেষ্টা করছিল বলে দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। 

প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। 

টেলিগ্রামে মস্কোর মেয় আরো বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর ওপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন ধ্বংস করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণ পশ্চিমে কালুগা অঞ্চলের উপর দিয়ে উড়তে থাকা একটি ড্রোন এবং দ্বিতীয়টি মস্কোর উত্তর পশ্চিমে ইস্ট্রিনস্কি জেলার উপর দিয়ে যাওয়ার সময়ে ধ্বংস করা হয়। 

মস্কোর উত্তর পশ্চিমে টাভার অঞ্চলে তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

রুশ কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি মস্কো অঞ্চল লক্ষ্য করে ইউক্রেন ঘন ঘন ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম