Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই রুস্তেম উমেরভ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই রুস্তেম উমেরভ?

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন রুস্তেম উমেরভ। তিনি মুসলিম সংখ্যালঘু ক্রিমিয়ান তাতার সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় সদস্য। 

দ্যা গার্ডিয়ান জানিয়েছে, উমেরভ সোভিয়েত উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পরিবারকে স্ট্যালিনের অধীনে নির্বাসিত করা হয়েছিল এবং ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে তাতারদের ফিরে আসার অনুমতি দেওয়া হলে শৈশব বয়সেই তিনি ইউক্রেনের ক্রিমিয়ায় ফিরে আসেন।

৪১ বছর বয়সী উমেরভ ২০০৪ সালে টেলিকম ব্যবসা শুরু করেন এবং ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ক্রিমিয়া প্ল্যাটফর্মের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যা একটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা। যার লক্ষ্য রাশিয়ার ২০১৪ সালে দখল করা অঞ্চলটিকে ইউক্রেনে সঙ্গে আবারও যুক্ত করা। তিনি ক্রিমিয়ান তাতারদের ঐতিহাসিক নেতা মুস্তাফা জেমিলেভের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

তাতার সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ২০ লক্ষ। ক্রিমিয়া দখলের পর মস্কো তাতার মুসলিম সংখ্যালঘুদের একটি চরমপন্থী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করে এবং নিরাপত্তার কারণে সম্প্রদায়ের সদস্যদের কারাগারে বন্দি করে। তাতার জাতি হল তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত একটি উপজাতি, যারা প্রধানত ইউরোপ ও এশিয়ায় বসবাস করে। তাদের মঙ্গোলীয় সম্রাট চেঙ্গিস খানের বংশধর হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

উমেরভ গত বছর এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া আমাদের দেশের ভূখণ্ডে তাদের সামরিক কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য ইউক্রেনীয় জাতিকে জাতিগতভাবে বিভক্ত করতে চেষ্টা করছে। আমরা আমাদের জাতিসত্তা বা ধর্ম সম্পর্কে কোন অরাজকতা অনুভব করি না। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর, উমেরভ রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় অংশ নিয়েছেন। যার মধ্যে বন্দি বিনিময় এবং বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

তিনি যুদ্ধের প্রথম সপ্তাহে রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের অংশ ছিলেন এবং কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্যের জন্য একটি রপ্তানি করিডোর প্রতিষ্ঠার আলোচনায় অংশ নিয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরে তাকে রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান মনোনীত করা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম