Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান রুটে ৩ ঘণ্টা ধরে হামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ পিএম

ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান রুটে ৩ ঘণ্টা ধরে হামলা

কৃষ্ণ সাগরের ‘শস্যচুক্তি’ ভেস্তে গেলে (জুলাইয়ে) ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান রুট হয়ে উঠে দানিউব তীরের ওডেসা বন্দরগুলো। রোববার ভোরে সেই ওডেসার দক্ষিণের সেই বন্দরগুলোতেই সাড়ে তিন ঘণ্টা ধরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দানিউব নদী বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুজন। এএফপি। 

ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ইরানের তৈরি শাহেদ ড্রোনের মধ্যে ২২টিকে ভূপাতিত করেছে। ইউক্রেনের সাউথ মিলিটারি কমান্ড সোশ্যাল মিডিয়ায় বলেছে, দানিউবের বেসামরিক অবকাঠামোতে হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কিছু ইউক্রেনীয় মিডিয়া রেনি বন্দরেও বিস্ফোরণের খবর দিয়েছে। এটি দানিয়ুবের যে দুটি প্রধান বন্দর ইউক্রেন পরিচালনা করে তার একটি। এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সেনাবাহিনীতে ঢুকতে রুশদের হিড়িক : রাশিয়ার সেনাবাহিনীতে এ বছর আরও ২ লাখ ৮০ হাজার সদস্যকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষর হয়েছে বলেও রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পুতিনের ঘনিষ্ঠ এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, রুশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরই তাদের নিয়োগ দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারি থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার নাগরিককে সশস্ত্র বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনী যখন ধুঁকছে তখন বিষয়টি সামনে আনলেন মেদভেদেভে। তাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম