বিশ্বব্যাপী পাকিস্তানকে বদনাম করার জন্য পুতুল ব্যবহার করা হচ্ছে: রানা সানাউল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে আন্তর্জাতিক আদালতে আইনী লড়াইয়ের জন্য ব্রিটিশ আইনজীবী নিয়োগ দেওয়ার খবরে চটেছেন দেশটির সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট রানা সানাউল্লাহ।
তিনি বলেন, বিশ্বব্যাপী পাকিস্তানকে বদনাম করার জন্য পুতুল ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক আদালতে যাওয়া মানে পাকিস্তানকে অপরাধী হিসেবে বিশ্বের কাঠগড়ায় দাঁড় করানো। কেবল শত্রুরাই এমন কাজ করতে পারে।
গত ১ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) এক বার্তায় আইনজীবী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ ওই আইনজীবীর নাম জিওফ্রে রবার্টসন কেসি। পিটিআই যাকে নিয়োগ দিয়েছেন তিনি এর আগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও বিতর্কিত লেখক সালমান রুশদির পক্ষেও লড়েছেন।
এক্সে পিটিআই লিখেছে, ইমরান খানকে অবৈধভাবে আটক করে রাখা ও তার মৌলিক মানবাধিকার লঙ্ঘনের কারণে তার পক্ষে প্রখ্যাত হিউম্যান রাইটস ব্যারিস্টার জিওফ্রে রবার্টসন কেসিকে নিয়োগ দেওয়া হয়েছে।