Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে টিকটক বন্ধে পিটিশন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪ এএম

নেপালে টিকটক বন্ধে পিটিশন

অপব্যবহার,অশ্লীলতা, রাজস্ব ফাঁকিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বিস্তারে অভিযোগ এনে নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ে টিকটক বন্ধের পিটিশন দায়ের করা হয়েছে। 

নেপালভিত্তিক সংবাদমাধ্যম ই-পারদাফাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, নেপাল সমাজবাদী মোর্চা পার্টির সমন্বয়ক যুবরাজ সাফাল এই পিটিশন দায়ের করেছেন।  

পিটিশনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপ্লিকেশনটি যথাযথ কোন নিয়ম ছাড়াই নেপালে পরিচালিত হচ্ছে। যার কারণে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সারা দেশে অশ্লীলতা এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের বিস্তার ঘটছে। 

এছাড়াও অ্যাপ্লিকেশনটি গেমের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সত্বেও দেশের রাজস্ব ফাঁকি দিচ্ছে।  

পিটিশনে এই সমাজবাদী নেতা যথাযথ অনুমতি নিয়ে টিকটক অ্যাপ্লিকেশন পরিচালনার পূর্বে সাময়িকভাবে টিকটক বন্ধ করে দেওয়ার আবেদন জানান। 

পাশাপাশি পরবর্তীতে ফেইক প্রোফাইল খুলতে না পারাসহ বিভিন্ন বিধিনিষেধের আলোকে অ্যাপ্লিকেশনটির পরিচালনার যেন অনুমোদন দেওয়া হয় সে বিষয়ে জোর দাবি জানান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম