Logo
Logo
×

আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করেছে পোল্যান্ডের সামরিক হেলিকপ্টার: বেলারুশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম

আকাশসীমা লঙ্ঘন করেছে পোল্যান্ডের সামরিক হেলিকপ্টার: বেলারুশ

পোল্যান্ডের একটি সামরিক হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বেলারুশ।  অন্যদিকে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে পোল্যান্ড সরকার। মিনস্কের দাবিকে মিথ্যা ও উসকানিমূলক বলেছে তারা।

এ বিষয়ে বেলারুশ কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ডের একটি সামরিক হেলিকপ্টার এমআই-২৪ অত্যন্ত কম উচ্চতায় রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করেছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক তলানিতে রয়েছে। বেলারুশ যেখানে রাশিয়াকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে সেখানে ন্যাটোভুক্ত পোল্যান্ড সাহায্য করছে ইউক্রেনকে।

পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র জ্যাসেক গোরিসজেউস্কি বলেন, এগুলো বেলারুশিয়ানদের পক্ষ থেকে মিথ্যা এবং উসকানি।  অবশ্যই এ রকম কিছু ঘটেনি।
সূত্র: আল-জাজিরা
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম