Logo
Logo
×

আন্তর্জাতিক

মানুষের মগজে জীবন্ত কৃমি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১০:২২ পিএম

মানুষের মগজে জীবন্ত কৃমি

মানুষের মগজের ভেতরে জীবন্ত লাল ফিতা কৃমি! শুনতে ভয়ংকর মনে হলেও অস্ট্রেলিয়ায় প্রথমবার এক নারীর মগজে ৮ সেন্টিমিটার লম্বা এই কৃমি পেয়েছেন চিকিৎসকরা। 

ক্যানবেরায় অস্ত্রোপচারের সময় তার মগজে ক্ষতিগ্রস্ত ফ্রন্টাল লোব টিস্যু থেকে সুতা বা দড়ির মতো লাল এই পরজীবীকে বের করে আনা হয়। সেটি দুই মাস ধরে ওই নারীর মগজে ছিল বলে ধারণা চিকিৎসকদের। 

গবেষকদের বরাতে বিবিসি জানিয়েছে, এ ঘটনা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণের ক্রমবর্ধমান বিপদ তুলে ধরছে।

বিজ্ঞানীদের ধারণা, খুব সম্ভবত ওই নারী যেখানে থাকেন, সেখানে লেকের পাশে স্থানীয় সবজি ‘ওয়ারিগাল গ্রিনস’ তুলতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম