Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে জি-২০ সম্মেলনে আসছেন না পুতিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০২:০৯ পিএম

ভারতে জি-২০ সম্মেলনে আসছেন না পুতিন

এবারের জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক ভারত। শক্তিশালী দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের আলোচিত এই সামিটে অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

মোদির পরিবর্তে জি-২০ সম্মেলনে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্র্গেই ল্যাভরভ। আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক উদ্বেগের বিষয়েও তাদের আলোচনা হয়েছে বলে ভারতের বিবৃতিতে বলা হয়েছে। 

রুশ সরকারের একজন মুখপাত্র গত সপ্তাহে বলেছিলেন, শিডিউল ব্যস্ততার কারণে পুতিন এবার সম্মেলনে অংশ নিচ্ছেন না। ইউক্রেন যুদ্ধসহ নানা ইস্যুতে ব্যস্ততা রয়েছে পুতিন।

আগামী ৯-১০ই সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসছে জি-২০ শীর্ষ সম্মেলন। জি-২০’র অন্তর্ভুক্ত দেশগুলোর নেতারা সেপ্টেম্বর মাসে বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন। বর্তমানে এ গ্রুপের প্রেসিডেন্সিতে আছে ভারত। বার্ষিকভিত্তিতে প্রেসিডেন্সি আবর্তিত হয় সদস্য দেশগুলোর মধ্যে। এই গ্রুপে আছে বিশ্বের সম্পদশালী ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। 

এবারের জি-২০ সামিটে আলোচ্য বিষয়ের মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

এই সম্মেলনে উপস্থিত থাকার কথা অন্য নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। 

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় হয়ে গেল ব্রিকস শীর্ষ সম্মেলন। তাতেও যোগ দেননি পুতিন। কারণ, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা আছে। ওই সম্মেলনে যোগ দিলে পুতিনকে গ্রেফতারের শঙ্কা ছিল। এমন আশঙ্কায় তিনি সম্মেলনে সশরীরে যোগ দেননি। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম