খেরসনে খাদ্য গোলাবারুদ ও তীব্র অস্ত্র সংকটে রুশ বাহিনী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১২:৪৭ পিএম
খেরসনে নিয়ন্ত্রণে পেতে রুশ বাহিনীর সঙ্গে থেমে থেমে লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের। যদিও অঞ্চলটির মূল শহর কিয়েভের দখলেই আছে। এই পরিস্থিতিতে রুশ সামরিকবিষয়ক বিশিষ্ট ব্লগার রোমান সাপনকোভ দাবি করেছেন, খেরসনে কামান ও গোলাবারুদের তীব্র সংকটে ভুগছে মস্কোর যোদ্ধারা।
শুক্রবার তিনি বলেন, খেরসনে কামান ও গোলাবারুদের যে সংকটে ভুগছেন তাকে আগেই জানিয়েছিলেন সেনারা।
ভিশনার্স চ্যানেল নামের আরও একটি রাশিয়ার ব্লগার রোববার এক পোস্টে জানিয়েছে, রাশিয়ার ২০৫তম বিগ্রেড সেনাবাহিনী সংকটের মুখোমুখি। প্রকৃত সমস্যাটা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও ভালো বলতে পারবে। তবে গোলাবারুদের সংকট রয়েছে।
ওই ব্লগে আরও উল্লেখ করা হয়েছে, রাশিয়ার সঙ্গে ভাড়াটে রুশ বাহিনীর সংকটের পর সমস্যা উত্তরণে সামনে এগিয়ে যাবে। কিন্তু তৃতীয় মাস চলে গেছে, কিছুই বদলায়নি।
আরও পড়ুন: ওয়াগনার বাহিনীর নেতৃত্বে আসছেন কুখ্যাত এক গোয়েন্দাপ্রধান
গত সপ্তাহে বিমান বিধ্বস্তে নিহত ওয়াগনারের প্রধান প্রিগোজিন বিদ্রোহের আগে সামরিক রসদ সংকট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে। পরবর্তীতে বিদ্রোহ করে বসেন প্রিগোজিন।
আরও কয়েকটি ব্লগার গ্রুপ ইউক্রেনে রুশ বাহিনীতে চলমান সংকট নিয়ে খোলাখুলিভাবেই বিষয়টি সামনে এনেছে। খেরসনের কোথাও কোথাও খাদ্য, গোলাবারুদ, অস্ত্র সরবরাহের জটিলতায় ঘাটতি দেখা দিয়েছে। অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর ২০৫তম ব্রিগেড। দিনিপ্রো নদীর আশপাশে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছিল ক্রেমলিন।
সূত্র: সিএনএন