সুদান যুদ্ধের ১৩৬ দিন: বেতন নেই, হাসপাতাল ছেড়ে বিক্ষোভে ডাক্তাররা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৪:০৬ এএম
সুদানের সেনাবাহিনী নিয়ন্ত্রিত উপকূলীয় শহর ‘পোর্ট সুদান’। দেশটির পশ্চিমে যুদ্ধের তাণ্ডব থেকে বাঁচতে দলে দলে মানুষ পালিয়ে এসেছে এ বন্দর নগরীতে। হয়ে উঠেছে আশ্রয়স্থল। জাতিসংঘের মতে, ১ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
হাসপাতালগুলো ভরে উঠেছে। অর্থ সংকটের বেড়াজালে এখানেও হিমশিম খাচ্ছে মানুষগুলো। স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। ডাক্তাররাও সেবা দিতে পারছেন না। কারণ চার মাস ধরে বেতন না পাওয়ায় হাসপাতাল ছেড়ে বিক্ষোভে নেমেছেন তারা। খবর রয়টার্স।
১৫ এপ্রিল শুরু হওয়া সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘাতে অর্থসংকটে পড়েছে দেশটি। যুদ্ধের চতুর্থ মাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান রবিবার পোর্ট সুদান শহরে পৌঁছান।
ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের একটি বিবৃতি অনুসারে, আল-বুরহান তার সহকারী মালিক আগর ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। ডাক্তারদের বিক্ষোভের খবরের মধ্যে তার এ সফরের সংবাদ পাওয়া যায়। লোহিত সাগরের শহরের ডাক্তাররা বলছেন তাদের চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। কারণ লড়াইয়ে সুদানের সরকারের বাজেট নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাট, তীব্র আর্দ্রতা ও ওষুধের ঘাটতির সঙ্গে লড়াই করছেন ডাক্তাররা।
পোর্ট সুদান টিচিং হাসপাতালের নার্স ওমর আল-সাইদ বলেন, ‘হাসপাতালে অনেক রোগী আছে। অনেক দুর্ভোগ পোহাচ্ছে। আমরা খুব সামান্য কিছুর দাবি করি, যাতে আমরা চলতে পারি।’ জাতিসংঘের সহায়তা প্রধান মার্টিন গ্রিফিথস সতর্ক করেছেন, ম্যালেরিয়া, হাম ও ডেঙ্গুজ্বরসহ বেশ কয়েকটি রোগ বাড়ছে। এ অবস্থায় চিকিৎসা কর্মীদের বিক্ষোভ বেড়েই চলেছে। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও হুমকির মুখে পড়ছে।