দুই বছর লিভ-টুগেদারের পর সঙ্গীকে প্রেসারকুকার দিয়ে হত্যা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৭:২৭ পিএম
ভারতের বেঙ্গালুরুতে সঙ্গীকে প্রেসারকুকার দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সময় শনিবার বিকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের নাম দেবা (২৪)। আর অভিযুক্তের নাম বৈষ্ণব (২৮)
পুলিশ জানিয়েছে, বৈষ্ণব ও দেবার বাড়ি কেরালায়। দুবছর ধরে তারা বেঙ্গালুরুতে একসঙ্গে থাকতেন। কলেজজীবন থেকেই দুজন একে অপরকে চিনতেন। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় একটি বিক্রয় ও বিপণন সংস্থায় কাজ করতেন দুজন।
দেবা বৈষ্ণবের সঙ্গে প্রতারণা করছেন- এমন সন্দেহে শনিবার বিকালে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রেসারকুকার দিয়ে সঙ্গীকে আঘাত করে হত্যা করেন বৈষ্ণব।
এদিকে ঘটনার পর দেবার বোন তাকে ফোন দেয়। কিন্তু ফোন না ধরায় তিনি বোনের প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই প্রতিবেশী পুলিশকে জানালে ঘটনাটি জানাজানি হয়।
এএনআইয়ের প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানায়, ঘটনার পর বৈষ্ণব পালিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে শনাক্ত করে গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৈষ্ণব ও দেবার একসঙ্গে থাকার বিষয়টি উভয়ের পরিবার জানত। বৈষ্ণবের সন্দেহ নিয়ে তাদের মধ্যে যে ঝগড়া হতো সে বিষয়েও জানতেন এবং বিষয়টি সমাধান করার চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা।
প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, ওই যুগল সব সময় ঝগড়া করতেন।
বেঙ্গালুরু দক্ষিণ-পূর্ব বিভাগের উপপুলিশ কমিশনার সিকে বাবা বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি। তারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই ওই যুগল ঝগড়া করছিল। পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে।